মাটির পৃথ্বী ভালো লাগে      ছাড়তে চায়না তারে মন,
মেখে আছে ফুলোকলি আর সব জরার আয়োজন।।

কাঁটার আঘাত সে বুঝেছে      পৃথ্বীর বুকে সে যুঝেছে,
তার কি লাগে বা আর ভালো     পৃথিবীর মুহূর্ত ক্ষণ।।

আঁধার সনে মিশে আলো    বুঝেছি আর আমি ভালো,
পৃথিবীর রূপ চেখে চেখে  ভেবেছি যে তারে মোহন।।

অথচ সব শ্বাপদ খেলা            বুঝিনি যে আর ওবেলা,
করেছি হায় করাল জগত          সাদরে আমি গ্রহণ।।