ছায়াপথ নীহারিকা আগুয়ান হলো আজ আমার পথের তরে
প্রাচীরের অন্ধকার করেছি অধুনা ভেদ রহস্য জাগায় পথে;
আলোকে ঢাকিয়া রেখে আঁধার প্রাচীর মেলে দেখি দুর্বার সাগরে
ফেলেছি কদম আমি ছায়াপথ পায়ে মেখে ছুটেছি আমার রথে।
কোটি কোটি নক্ষত্রের বাসনা পোড়ায় মন চায়না ঝরিতে তারা
অথচ হাজার কোটি বছরে ফসিল আলো নিভে যায় অহমিকা;
তবু যে মরণ কেউ করেনা বরণ সুখে তাই আজ দিশেহারা
তাই বুঝি অমৃতের এমন ফেলেছে ছায়া ঢেকে রাখে যবনিকা।।
সব দেখা মিলে জানি লোকের অসাধ্য বলে জানি নেই কোন কিছু
হয়তো একদা তারা ফিরে পাবে জগতের সঠিক আকারে রূপ;
তবু যে মিলবেনা সে অপ্রাপ্ত সম্পদ খানি যতো যাক সবে পিছু
তাই আজ মৌন রবে সম্পদের পাহাড়ের দিকে চেয়ে আমি চুপ।
নিকষ আঁধার জানি চোখের প্রত্যক্ষে জাগে হবেনা তাঁহারে দেখা;
যবনিকা শুধু ঢাকে সত্য আলোকের ধারী ইচ্ছা তাঁর হলো শেখা।।