অসীম দামের প্রাপ্য ধনে কে বসাবে ভাগ,
জাগ রে তোরা জাগ রে এবার জাগ রে তোরা জাগ।।
ঘুমিয়ে থেকে করিসনা ভয়    সকল কিছুর রয়েছে ক্ষয়,
তোদের আগে কে পাবে তাঁর কৃপার অনুরাগ।।

সকল ধনের শেষ আছে রে তাঁর বেলাতে নাই,
পরশ পাথর তাঁর ছোঁয়াতে খাঁটি যে হয় তাই।
মাটির মানুষ খাঁটির রঙে    মাতবে রে প্রাণ পুণ্য ঢঙে,
আসলে মরণ মুছবে সকল পাপের হীণ দাগ।।

সকল কিছুই ভাগে ভাগে বিলিয়ে দেওয়া যায়,
তাঁর করুণার নেই কোন ভাগ মানুষ নিরুপায়।
দাম দিয়ে তা যায়না কেনা    করতে হবে তাঁরে জেনা,
সোনা, রূপা, হীরা যে নয় কৃপার লাগি মাগ।।

তোদের যদি চাইতে গিয়ে কাঁপে ভীরু মন,
ক্ষীণ মনে করিস নারে তোদের আয়োজন।
সীমার মাঝে অসীম কৃপা    জাগায় যদি মনের ত্রপা,
তবেই তোরা কৃপা পেতে তাঁর পিছনে লাগ।।