তোমায় আমি কিনি কি দাম কিসের বিনিময়ে
হাটে হাটে ঘুরছি আমি সওদাগর আজ হয়ে।।
মূল্য দিতে চাইছি চড়া           আমার সকল ধনে লড়া,
পাইনা তবু তোমার দেখা চোখের সলিল ক্ষয়ে।।

নাই যে আকার তোমার ওহে আকৃতি কি আঁকি!
যারা আঁকে তোমার আকার দিলো তারা ফাঁকি।
চাইনা দিতে তোমায় ফাঁকি    তাই যেন হে শুধু ডাকি,
এই জগতের সকল মোহ  চলছি আমি সয়ে।।

যাপিত কাল আমার কাটে ক্রয়, বিনিময় করে,
অসুর সনে লড়ছি আমি তোমার নামকে স্মরে।
জানি আছে শঙ্কা কতো     লড়ছি আমি লড়ার মতো,
বাঁচতে হলে লড়তে হবে ভাবনা যে তাই কয়ে।।

তোমার লাগি হাটে চলা দেখা পাওয়ার আশে,
সেখান থেকে মানুষ চিনি আমার আশেপাশে।
বনিক আমার ব্যবসা লাগি    চিনতে যে হয় চিনতে ভাগি,
তোমায় আমি ভুলে যাবো আছি কেবল ভয়ে।।

তাই প্রতিবার বিনিময়েই তোমায় আমি স্মরি,
ব্যবসা আমার তোমার নামে নিলো পৃথ্বী হরি।
অঢেল কড়ি কামিয়ে আছি    তোমায় স্মরে আমি বাঁচি,
তবু জানি হয়নি সে ধন  তোমায় পাবো ক্রয়ে।।