তোমার সমুখে এসে হয়নি যে বলা আজো আমি তোমাকেই ভালোবাসি
করেছি বিচ্ছেদ সন্ধি ভেঙে গেছে সব গুপ্ত কথাগুলো আজ মায়াজালে;
উদোম মনের কথা কেমনে গোপন রাখি উঠে চলি আমি হাসি
তাই গান করে যাই আমার নিজের তালে তালে।
ফুলের রেণুর মতো পরাগায়নের ফলে তুমি বুঝে যাও মন
আমার মনের কথা আজকে ফুটেছে সুখে
করে চলি আয়োজন
যেন ফোটা আকাশের দিকে মাখা এক মেঘে ফুটে উঠে আজ কিংশুকে।
সকলে জেনেছে সবি আমি যে হলাম কবি জীবিকার তাগিদের তাড়া
আসলে জীবিকা নয় মনের জীবিকা জাগে আলোকের উৎক্ষেপণে আজ;
দিয়ে যাই তাই আমি গানের তালের মাঝে হরিণীর মতো সাড়া
সুখের আবহে মাখি নতুন প্রেমের মতো আননে এসেছে গূঢ় লাজ।
আজকের বাতাসের গুমোট ভাবের কথা কি যেন লুকাতে চায়
আমি পারিনা যে দিতে আমার নিজের সাড়া নব জাগরণে
অব্যক্ত মনের কথা আজ কেন নাই ধায়
লুকাই সকল মনে।
পারিনা বলতে কথা আসোনা সমুখে তথা অসীম দূরের কোণে
উপোষের ক্ষুধা জাগে আমার প্রেমের বাগে;
চির যৌবনের বাণী রক্তরাগে ফোটে জানি আমার হৃদয় বোনে
মূক তারাদের মতো রয়েছে জ্বলন আগে।
এবার সূচনা করো আমার সাধ্যের তরে মানুষের মূল্য দাও
বোবা মানুষের প্রেমে মাতাল হয়েছ চুমে
আমারি রাগিণী গাও
সব ছেড়ে ছুটে যাবো তুমি এসে ফিরে চাও দাঁড়িয়ে রয়েছি জন্মভূমে।