খসলো আকাশ হতে একটি ধ্রুবক ঋক্ষ আমার চোখের পটে
কাড়লো আমার নিদ্রা উনিদ্র হাওয়ার বেগে রচনার সিক্ত রাতি;
লিখে চলি আমি সুখে সেই নক্ষত্রের কথা কলম হয়েছে সাথী
আকাশের গায়ে আজ চক্ষু অগোচরে যেন বিরল তিমির রটে।
সহসা ফিরেছে মন আমার পৃথ্বীর বুকে -- দমিত কামের জ্বালা
খসে গেছে আজ যেন আমার বেদন ভুখে এক প্রেমের অসুখ;
ভালোবাসা পেতে চেয়ে উন্মুখ ছিলাম আমি বেড়েছে কেবল ভুখ
আজ হারিয়েছি তারে আমার জীবন দ্বারে দিয়েছি হৃদয়ে তালা।।
বিষাদের এই রাতি করে তোলে আত্মঘাতী নেই কোন কোলাহল
বিম্বিক সভ্যতা ছেড়ে ছুটে চলে যাবো আমি নষ্ট আয়নার চোখে;
রাখবো আমার চোখ সকল হারিয়ে আমি মাতবোনা আর শোকে
তাই খুঁজে চলি আজ অকেজো হৃদয় দ্বারা আমার মনের বল।।
নষ্ট আয়নার চোখে দেখেছি নিজেকে আমি গণিকার মন ভাঁজে;
পারিনা ভুলতে তারে হয়েছি গনিকা আজ আমার নিজের কাজে।।