সকলের সমাচার হবে জানি একদিন মূর্ত রঙ বাসনাতে
তরলিত চন্দ্রমার বুকে ভেসে মানুষেরা করেছে কতনা ক্ষিতি;
ভেঙেছে গৈরিক কিবা ভেঙেছে হিরণ দ্যুতি বিধাতার সেই রীতি
পৃথিবীর আঁচলের সিংহাসনে বসে সবে কেবলি নিয়মে ঘাতে।
ঝর্ণার মতন নহে মানুষের হকিলত নাট্যের মঞ্চতে নাচে
পড়েছে ভূষণ তারা দেখাতে সে কারুজাজ এঁকে চলে মনুষ্যত্ব;
অথচ আবার তারা বিধাতাকে ভুলে যায় পানাহারে হলো মত্ত
তাদের পাশের লোকে ক্ষুধার তাড়না বয়ে পুড়ছে আহার আঁচে।।

অথচ দাঁড়াতে হবে সকল মানুষ জানি ধাতার সম্মুখে এসে
ভুলে গেছে সবে জানি দিগম্বর হয়ে যাবে স্বচ্ছতা মাখাতে তাঁরে;
পরম সত্ত্বার নীতি চুম্বকের মতো জানি টানবে সবাই ঘেঁষে
অথচ তখন আর রবেনা সময় জানি দাঁড়ালে তাঁহার দ্বারে।
নগ্নক প্রাণের খেলা ব্যতিচার হবেনা সে বিচার কালের বেলা;
দিয়েছে পৃথিবী ধাতা করতে পরীক্ষা সবে এইতো ধাতার খেলা।।