১)
হারিয়ে ফেলেছে নদী নিজ ধারা পৃথ্বী সাগরের বুকে,
নারী তুমি নদী; পুরুষ সাগর তাই মেতে আছি সুখে।

২)
বহতা নদীরা আপন বুকেতে যে জল ধারণ করে,
মানুষের চোখে তার চেয়ে বেশি সলিল কেবল ঝরে।

৩)
অনুকূলে গেলে স্রোতের বাহার নদী তুমি জানি ভালো,
প্রতিকূলে চলা নদীর সলিল লাগে লোক কাছে কালো।

৪)
আপনার বলে কিছু নাই জানি এই জগতের বুকে,
নদীর পানেতে তাকিয়ে দেখেছি মিশেছে সাগরে সুখে।

৫)
নদী মরে যায়; তারা ঝরে যায় সাগর তবু যে চলে,
সাগরের জল উৎস যে নদী সে কথা কেউ না বলে।

৬)
কবির কলম বহতা নদীর স্মারক রূপেতে আঁকা,
মরে যায় কবি নদীর মতন লিখার টিকেছে শাঁখা।

৭)
চলতেছে নদী জোয়ার ভাটায় নিজের চলন লয়ে,
মানুষের প্রাণ নদীর মতন চলে শুধু দেখি বয়ে।

৮)
নদী কিশোরীর আউলা চুলের স্বতঃস্ফূর্ত চলা,
বাতাস যেদিকে বয়ে চলে দেখি নদীর সেদিক ঢলা।

৯)
নদী গভীরতা নয় জানি বেশি কবির কাব্য ন্যায়,
বদলায় তবু সময়ে সময়ে নতুন সলিল দেয়।

১০)
সাগর কি আর জেনেছে নদীর মেখে রাখা নিজ মত,
অতীত যদি বা হয় ওরে নদী সাগর ভবিষ্যৎ।