তারও যে আছে কলঙ্ক ওরে যে ফুল মাতালো সৌরভে,
মানব মনেরি দোষ দেব কিবা মাতে যে অহং গৌরবে।
চাঁদেরও আছে কলঙ্ক ওরে দেখিতে চাঁদে যে সুন্দর,
মনেতে জানি অঘ জমেনি তারো যে ভরা পাপ অন্তর।
পবিত্র যে তাই নেই কোনকিছু পাপের জগতে ছেয়েছে,
বিধাতা ছাড়া সবার পাপেরি রাগিণী বেদন গেয়েছে।
অবশেষে তাই বলেছি আমি অঘ ছাড়া নাই কোন প্রাণ,
পবিত্র রবি লাগে দূর হতে নিকটে গেলে পুড়ায় জান।