মধ্যরাতে ঘুম ভাঙে যার স্বপন কি আর চোখে আঁকে,
আসেনা ঘুম সকাল দেখে রাতের আঁধার সে যে চাখে।।
তারারা তার হলো আপন বলছে কথা কেবল গোপন,
রাখেনি তার আপন বলে কেবল আপন তাঁরে ঢাকে।।
প্রাণ নিশাচর তারেই ডাকে সে যেন এক পাহারাদার,
গান গেয়ে যায় মূক প্রাণেতে মেলে রাখে কন্ঠেরি হার।
সে গান শুনে তার বিধাতা আলোর বানে দেখে চাতা,
চাঁদ, তারা যে তারই স্বজন তারেই সবে নিকট ডাকে।।
স্বপন যে তার ভূলুণ্ঠিত আলোর তিয়াষ জাগছে প্রাণে,
সাদা, কালো স্বপন যে নাই তার দু'চোখে মধুর গানে।
মনের সকল শক্তি দ্বারা রাত সে পোহায় বুঝতে ধারা,
ভোরের দ্যুতি ফুটলে তবে আবার সে যে ঘুমে থাকে।।