নির্মোক পুড়েছে আজ বিকচ হবার গানে আয়োজন থামে
তামাটে দেহের স্বরে হারিয়েছি নিজ রূপ -- মরুভূমি বুকে;
আচ্ছাদিত শরীরের --- বস্ত্র আমার সকল ভিজে চণ্ড ঘামে
ছায়া খুঁজি আমি ছায়া যেখানে রয়েছে মায়া বেদনের চুকে।
নিটোল, নিভাঁজ মুখে জমেছে দাড়ির বনে নিজের গাম্ভীর্য
আননের দাঁড়িপাল্লা ভারী হয়ে গেছে আজ জমে দেহে মেদ;
তবু তো কমেনি আর আমার মনের ভার প্রেমে শৌর্য বীর্য
চলে গেছি ক্লান্ত দেহে বয়ে গেছে নিজ কায়া অনিবার মেদ।।
আমাদের পৃথিবীতে আমি আছি শুধু একা -- হারিয়ে সকল
তোমার আনন খুঁজি -- নেই যে আমার পুঁজি হৃদয় গভীরে;
পোহাই কেবলি গানে দেখি আমি আসমানে আমারি ধকল
অবশেষে রাত্রি নামে আমার এ মনস্কামে নামে ধীরে ধীরে।
এসেছে ক্লান্তির নিদ্রা আমাদের চক্ষু পানে সুকঠিন সেজে
বালিয়াড়ি বাঁধ ভেঙে ঘুম শেষে পুনঃ ছুটি অচেনার খোঁজে;
তোমার মেদুর সেজে জেনেছি আমার গান মৃদু স্বরে বেজে
করেছে আহ্বান তাই নিজের তাগিদ মেখে প্রণয়কে বোঝে।
আবার নেমেছে প্রাত পুড়েছে আমার দেহ অবলীলা ক্রমে
রাগিণী মেলেছি গলে গাইবার গীতি খোঁজা হয়ে গেছে সার;
মনের ভীষণ জোরে পোড়া দেহ বয়ে নিয়ে বেঁচে আছি দমে
করেছে আমায় তাই জীবনের আয়োজনে প্রেম শুন্য ভার।
অনন্ত নিখিল প্রাণে উদ্ভাসিত হলো গানে ভালোবাসা মেলে
সহসা দেখেছি মরু বুকে গড়া বসতীর ---- অকল্পনীয় প্রেম;
তাই আমি ছুটি দ্রুত ভাবিনি যে মরীচিকা স্বীয় বোঝা ফেলে
মৃত্যুর আগল মেলে জীবনের কোলাহল - থেমে যায় হেম।