তোমার মাঝে দেখি আমি      আমার নির্ভরতা,
এই জগতের ধাতা তুমি তোমার আঁচল পাতা।।
যাবো বলে আশায় আছি    তোমার কাছে যাবো বাছি,
ভালো, মন্দ সকল তোমার  তুমি আমার চাতা।।

অথচ আজ মনের বাণী    ফুটাই লেখায় নিজে,
সেই বাণীতে গ্লানি মাখে      মানুষ মারে ভিজে।
তারাও চায় ত্রিদিবপুরী      কাজের সাথে উঠছে পুড়ি,
ভালো কাজের বিনাশ করে মন্দে মেলে ছাতা।।

আমার সকল নির্ভরতাই     তোমার মাঝে রাখি,
তোমার আঁচল ভেদ করে কি উড়ে পরানপাখি!
যারা বোঝে এসব কথা      গড়ছে তারাই ত্রিদিব তথা,
পৃথ্বীর বুকে গড়ছে তারা মারের যে হাল যা-তা।।

আমার সকল বাণীর কথা         কবিতাতে লিখে,
চেয়ে আছি তোমার পানে       আমি অনিমিখে।
তোমায় বাঁধি একই সুতায়     যেখানে এই হৃদয়ে ধায়,
হৃদের কথায় তোমার নামে   ভরাই স্বীয় খাতা।।