আকাশের দিকে আর চাইবনা ভেবে আমি ফিরি সেই আকাশের দিকে
নিজের পথের মুখে সম্মোহনী আন্দোলন ছেড়ে আমি যেতে আরো পথে;
সীমাহীন ক্রন্দনের রোল জাগে আজ শুনি চাইনা সেথায় অনিমিখে
জানিনা আমার চলা কোথায় পেয়েছে ইতি চলিতেছি নিজ ভবিষ্যতে।
জানিনা এ কাপুরুষ চাঁদের মোহন গীতি জাগাবে কি মানুষের মন
চাঁদোয়ার আলো আজ মলিন হয়েছে বেগে বীতনিদ্র সাগরের পানে;
আমার বেহাল দশা করেছে অন্তর কশা দেখে মানুষের আয়োজন
সব কিছু পিছে ফেলে এসেছি আজকে মেলে জানিনা পথের কোন টানে।।
নিজের সে অনাগত সুখের সন্ধান দেবে আমাকে আবার আজ কেউ
তাই বুঝি কাপুরুষ সত্ত্বা আজ কথা বলে সম্মুখের চাবি মেলে খোঁজা;
ওদিকে পিছনে দেখি মানুষের কলরোল জাগিয়েছে ক্ষুব্ধ সেই ঢেউ
তাদের বুকেতে গুলি দেখে আমি দ্রুত ছুটি নিজেকে লাগছে শুধু বোঝা।
কোথায় সম্মুখ সুখ হয়েছি উন্মুখ পেতে পিছনের দুঃখ ঝেড়ে মুছে;
সম্মুখের তালা আজ খুলবেনা জানি আমি নিজের পুরুষ সত্ত্বা পুছে।।