ভবিষ্যতে চড়বে ঘোড়া   এমন ঘোড়া নাই,
বর্তমানেই ছুটছে ঘোড়া পিছন ফিরে চাই।।
দেখছি কেবল অতীত পথে    চড়ে আসি নিজের রথে,
সারথি আজ আমি শুধু স্মৃতির কথা পাই।।
সমুখ দিকে কি ঘটিবে জানেনা আর কেউ,
অল্প কথায় বলি আজি লেগে আছে ফেউ।
প্রাণ হারানোর ঝুঁকি আছে      তবু যে প্রাণ সমুখ বাছে,
আমি শুধুই এখন বুঝে সমুখ পানে ধাই।।
যাবো বলে অসীম দূরে চলছে আমার চলা,
স্বপন বুনি চলমানের অতীত হয় উতলা।
ঘোড়া আমার ক্লান্ত হয়ে     চলছে আজকে সবি সয়ে,
আমি শুধুই নিরিবিলি আপনার গান গাই।।
কি হবে আর এতো ভেবে কাব্যখাতা খুলি,
তখন পুনঃ ভাবনা আসে চলে হাতে তুলি।
লিখতে বসি সকল ভেবে       লিখছি আমি বেহিসেবে,
নিকট অতীত চলমানের  বুঝিনা ধূর ছাই।।
অমন করে জীবন চলে মানব জীবন সাদা,
তার ভেতরে মানুষ এসে লাগায় শুধু কাদা।
ঘোড়া আমার বয়স ভারে       কখন যেন গতির হারে,
শ্লথ হয়ে যায় দেখি আমি করে আসি যাই।।
নিকট অতীত ভুলে ভরা সমুখ দেখি কিছু,
অভিজ্ঞতার দ্বারা আমার এখন ছুটি পিছু।
ডাকি তাঁরে বৃদ্ধ কালে    যৌবন আমার হারায় তালে,
অতীত তবু মনেই ভাসে সমুখ ভাবী তাই।।