ক্ষণিকের আলো এসেছে ঘরে,
                  জাগিয়ে দিয়েছে এ অন্তরে
শোনাতে পারিনি আমার রাগিণী আমার মধুর গান,
চলে গেছে ফেলে না শুনেই গীতি কাঁদিছে আমার প্রাণ।
                 মুখরা নারীর তান,
আজি        পরে মাখে কারুকাজ,
ওরে    জেগেছে তাহার গানের আলোকে অন্য পুরুষ তাজ।
                অথচ আলোক আসে নিজ ঘরে,
                বুকের কাঁপন আসছে ক্ষয়ে,
                হারিয়ে ফেলেছি তাহারে অধুনা
                তবু যেন স্মৃতি আসছে রয়ে।
                জীবনের গান শোনাতে পারিনি,
                হৃদয়কে বলি আমি যে হারিনি,
তবু জানি আমি গিয়েছি যে হেরে আপনার প্রাণ পর।
                ক্ষণিকের সেই স্মরণ আসে,
                মন যেন আজ তা ভালোবাসে,
                পরানের কথা প্রথম প্রেমের
                জাগিয়ে দিয়েছে আজ বুঝি ঢের
                কেমনে ভুলিব এসকল স্মৃতি
                পাইনা নতুন প্রেমের দ্বার।
                তাই সেই ক্ষত দু'টি বছরের,
                যেন মন বলে আসে দিন ফের,
                আসিয়াছি আমি তাহার জন্য
                করেছে আমায় সে প্রেম ভার।

আমি        নয়ন খুলেছি দ্বারে,
আমি        শয়ন ছেড়েছি ভারে,
আমি        পাগলের মত ভালোবেসে গেছি
                                নিকষ অন্ধকারে।

                জীবনের গান যেটুকু বুঝেছি,
                তাই নিয়ে আজ আমি যে যুঝেছি,
সে প্রেমের এই কাহনের দ্বারা আমার সেজেছে মন।
                তাই আজ করি মাতিয়া রাগিণী,
                তার কাছে আর প্রণয় মাগিনি
করে গেছি শুধু গানের আসরে আজ নিজ আয়োজন।
নাতিদীর্ঘ এ প্রেমের অসুখে আমি যেন মরি মরি,
ভুলের বশত আজো আমি তারে প্রেম ভেবে শুধু স্মরি।

অধুনা কিসের লাগি, জেগেছে আমার মন,
কিসের অভাবে আজ, ভালোবাসা প্রয়োজন।
                       তাই চারিদিকে দেখি,
                       আলোকের রেখা লেখি,
এসেছে আমার কাছে, ক্ষণিকে আমার তরে,  
আজ শুধু        গেয়ে চলে গান পাখি
                            আলোক এসেছে ঘরে।