চারিদিকে অগোছালো পথের উপরে দেখি নারকীয় নৃত্য
জানান দিয়েছে আজ আমার চোখের মুখে বিভীষিকা মেখে;
পূরাতে পারিনি আমি আমার বাসনা পথে ভাঙিতেছে বৃত্ত
আমার চলন তবু চলিতেছে আজ শুধু কাঠিন্যকে চেখে।
রাগিণীর বাগ্ময়তা ব্যঙ্গমা মেখেছে আজ শ্বাপদের ভারে
কল্পনার স্রোতে যেন বাড়ছে কেবল দেখি নৃত্যে অশরীরী;
ভেবেছি দুঃস্বপ্ন তারে আমার সুখের ভারে এই অন্ধকারে
তবুও দেখছি আমি আমায় আঁধার যেন জাগিয়াছে ঘিরি।।
পড়ছে সম্মুখে লাশ কতো নাম নাই জানা লাশের ভেতর
কিছু নাম ফুটে আসে সাইদ কি আবরার কিবা সেই মুগ্ধ;
সোনালি বসন ছেড়ে অশরীরী সবে দেখি ফেলিছে গতর
দুন্দুভি বাজেনা আর চুপে চুপে চলিতেছে উহাদের যুদ্ধ।
অবশেষে শেষ দেখি আমার সম্মুখে লাশ ঝরা হল শেষ;
তাদের আত্মত্যাগের চর্চা যদি ভুলে যাই শেষ হবে দেশ।।