গাগরি বয়েছে জল নারীর মতন দেখি নিজের সন্তান
সন্তপ্ত পুরুষ প্রাণ সমারূঢ় হয়ে আজ চলে;
নারীর ওজন বয়ে সংসারের গ্লানি টানে ছুটে চলে প্রাণ
আবার পুরুষ নারী দ'লে।

নারী জানি মাতা ফিরে নারী জানি গৃহবধূ হয়ে
সংসারের ঘানি টেনে চলেছে ভীষণ;
তারে লোকে কিরূপের মিছে গ্লানি দিয়ে আজ চলে
আজো দেখি দেখেনা সে মন।

নিজের উদরে পালে পুরুষের সুখ জানি মাখে সেই নারী
কখনো বিষাদ আঁকে আকাশের মেঘমালা সুরে;
আবার দেখেছি আমি সেই চোখে ঝরে বারি
যেন মনে হয় নারী আপনার নয় বহুদুরে।

পাষাণীর কথা বলে করিনি রমণী খাটো আর
শপথের পাকে বাঁধে পুরুষেরা নারীদের প্রাণে;
সেই নারী ভাঙে জানি আপনার সুখের রঙিন সংসার
আবার গড়েছে তারা সংসার নিজের সুখে জানে।