টিকে রবে আমারি নাম তোমার নামের পরিচয়ে,
প্রকাশ হবে নামের রেখা এই জগতে রয়ে রয়ে।।
জানি আমার কাজ যে তবে এই জগতে সফল হবে,
ঘুচে দিয়ে কলুষ সবি নামের সুনাম যাকনা বয়ে।।
প্রাণ দিয়েছ তুমি আমায় নাম দিয়েছি তোমার নামে,
তোমার নামের গুণবিচারী ফুটুক আমার স্বীয় ধামে।
কাজের মাঝে নামটি টিকে করোনা হে আমায় ফিকে,
খ্যাতি যদি দাও হে আমায় বিড়ম্বনা যাবো সয়ে।।
যদি আমার খ্যাতি আসে তবে জানি ফুটবে তুমি,
তোমার নামে জোড়া দিয়ে স্বীয় নামে আমি চুমি।
আমি তোমার ক্ষুদ্র সৃজন টিকে যাবে আমার কূজন,
তোমার নামটি রয়ে যাবে যদিও প্রাণ চলে ক্ষয়ে।।