আপ্ত মনের মুমূর্ষু ডাক জাহির করে চলি আমি,
তোমায় ডাকি নির্বিচারে ওহে আমার জগতস্বামী।।
নিজ ভাবনায় মাতাল হয়ে লিখছি আমি বেদন ক্ষয়ে,
অকৃত্রিম এ মনের তলে হলাম তোমার অনুগামী।।
অথচ আজ মুমূর্ষু মন পায়না খুঁজে নিজের ভাষা,
তাই জাহিরে শরণ খুঁজি দেবে শরণ আমার আশা।
অমনি কি আর আসে কিছু আছি লেগে তোমার পিছু,
ধৈর্য আমার সয়ে সয়ে দেখে কেবল আঁধার যামী।।
টানের বেগে তোমায় চেয়ে ছুটে চলি অজানা পথ,
পথের ধুলো মাখছি গায়ে মুমূর্ষু মন বয়েছে রথ।
বাঁচার লাগি আকুতি আজ করে আমার মনে বিরাজ,
না বাঁচিলে হৃদয় আমার ডুববে দেহ অমায় নামি।।