সিংহাসনে খামচি কেটে,
রাজা বসে প্রজার পেটে
কর আদায়ের খেলা;
রাজ্য পাটে
কিম্বা বাটে
আয়েশ করে রাজা হাঁটে
দেখছি সকল মেলা।

দ্বন্দ্ব তাহার মন্দ কাজে,
আসেনা আর নিগূঢ় লাজে
কড়ির বিকিরণে;
দুধের স্নানে
কিম্বা গানে
মগ্ন রাজায় হাঁটে শানে
কি আছে কি মনে।

শুদ্ধ কথার শুদ্ধি খোঁজে
কেউ কি পুনঃ পরকে বোঝে
রাজা বলেন হেসে;
যুদ্ধ বাঁধে
মন্ত্রী সাধে
রাজা কাশেন অপরাধে
আসে সভায় ভেসে।

অবশেষে রাজার পতন,
করে নতুন প্রজার যতন
সুখে রাজায় নাচে;
দিলেন মুক্তি
চায়না ভক্তি
নতুন রাজা বিন্দু রক্তি
ভালোবাসার আঁচে।

আগের রাজা শাস্তি পেয়ে
বাঁচে কারাগারে ছেয়ে
কোথায় তারি তান;
ভাবে বসে
অঙ্ক কষে
বোঝে প্রজার দুঃখ পশে
গাইছে করুণ গান।