জড়িয়ে দিলে বাধা মুক্তি চেয়েছি আর
লাজুক অবনত আঁখি,
সম্মুখের এ পথে দেখেছি অন্ধকার
লুকিয়ে আছে প্রাণ পাখি।।
তখন তোমায় চেয়ে রাগিণী উঠি গেয়ে,
তবুও অন্ধকার আসছে দেখি ছেয়ে,
নিয়তি বলে মেনে সকল কিছু জেনে
আঁধার আমি মনে মাখি।।
তোমার আছে সবি রয়েছে ভাবী ছবি
তোমায় ডেকে অনুগামী,
তুমি আমার ধাতা আঁচলে মাখো চাতা
আঁধার মাঝে দেখি আমি।
বাধা সকল আসে আমায় ভালোবাসে,
আঁধার শুধু দেখি আমার দিকে ত্রাসে,
তোমার দানে বলে ভিজেছে মন ছলে
আঁধার আমি মনে রাখি।।
জীবনের সঞ্চয় হবে আলোকময়
সেই আশাতে ছুটে চলা,
উপলক্ষ আমার তুমি গান আধার
তোমার গানে ভিজে গলা।
তবু বাসনা ডোরে পড়েছি আমি ঘোরে,
আলোক মার্গ পেতে অমা দেখি কঠোরে,
ভাতি আমার হবে মাতবো জয়ো রবে
সেই বাসনা কল্পে চাখি।।