মুখের কথায় লাগাম টানো এবার তুমি কবি,
লিখার ধারা কিবা কথা নয় জানি এক ছবি।।
লিখতে থাকো মনন জোরে লিখতে থাকো সুকঠোরে,
তবেই জানি হবে অমর গান করো ভৈরবী।
লিখার ধারা কিবা কথা নয় জানি এক ছবি।।
স্বর্গভূত ছোঁয়ার দ্বারা ভৈরবী গান আসে,
তোমার লেখা বেদন ছুঁয়ে মানব কাছে ভাসে।।
তাঁরে ভুলে লিখতে গেলে পাবেনা আর কিছুই মেলে,
তারাই জানি আসল কবি তাঁরে ভালোবাসে।
তোমার লেখা বেদন ছুঁয়ে মানব কাছে ভাসে।।
পরাবত কি গান শোনালো তোমার কর্ণ কাছে,
তাদের কথা মুখে মুখে তাই বোঝোনা পাছে।।
বোঝে তারা নিজের ভাষা পরস্পরের কাছে আসা,
তাই যে তারা দেখি আমি নিজেকে হায় বাছে।
তাদের কথা মুখে মুখে তাই বোঝোনা পাছে।।
তোমার ভাষা উপমাতে আঁকো তুমি নিজে,
সবাই তোমার কথা জানি বোঝেনা যে ভিজে।।
কবি বোঝে কবির ব্যথা তাই জাগে যে ব্যাকুলতা,
অশান্ত মন তোমার জানি ব্যথার দহন কি যে।
সবাই তোমার কথা জানি বোঝেনা যে ভিজে।।
মুখের কথায় প্যাঁচ রয়েছে তুমি বোঝো নাকো,
আবার জানি তুমি সকল মুখের কথা আঁকো।।
তোমার আছে নীতি কথা দিলে সকল নীতি তথা,
মুখের কথায় নীতি আছে সাথে মন্দ সাঁকো।
আবার জানি তুমি সকল মুখের কথা আঁকো।।
কবির তোমার চরণ বুলি আসে কিসের হতে,
মানুষ ভাবে সব বিধাতার ইচ্ছা ফোটে স্রোতে।।
সবাই কি আর কবি হয়ে জ্বলতে পারে বেদন সয়ে,
কবি তুমি হলে হে ভাই এই জগতের ক্ষতে।
মানুষ ভাবে সব বিধাতার ইচ্ছা ফোটে স্রোতে।।
তাই বলি হে কবি তোমায় লাগাম টানো মুখে,
মুখের কথায় ভ্রান্তি বেশি দেখছি যে কৌতুকে।।
চালাও তোমার কলম কালি খাতার 'পরে কালি ঢালি,
সব বেদনার কথা লোপে লিখতে থাকো সুখে।
মুখের কথায় ভ্রান্তি বেশি দেখছি যে কৌতুকে।।