কে দিয়েছে ভাষা ওরে মানব মনের তলে,
আমি কেন মূক হয়েছি উঠেনা মুখ জ্বলে।
সবাই কতো কথা বলে বুঝিনা তার কথা
আমার কথা কাব্য ভাষায় ফোটে চোখের জলে।
তাদের কথা তাদের মুখে পেলো শুধু ছলে
বুঝতে আমি প্রয়াস খুঁজি হৃদয় নাহি চলে।
আমার কেবল আছে কাব্য সে করেছে দান,
মানুষ আমায় করে হেয় বিধাতা নাই দ'লে।
অথচ এই পৃথ্বীর ভাষা কতো সরল বলে,
আমার কাছে লাগে কঠিন প্রতি পলে পলে।
মানুষ কেবল ভাষা বোঝে আমি বুঝি মন,
তাই বুঝি আজ মনের কথা আমার কাব্যে ফলে।