একটি মৃত্যুর ঘণ্টা বাজিয়েছে ফেরেস্তারা নিনাদ আসেনি তার
অপূর্ব মাধুরী এঁকে শুনেছে মৃত্যুরবাহী নিজ কানে;
কোথায় দিয়েছে ধর্না মৃত্যুর কামড় আসে দুর্নিবার
ফেলেছে সকল কর্ম আজকের আয়োজনে আসিয়াছে মৃত্যু বানে।
চৌদিকে আঁধার দেখে সে যে বেগে
সম্মোহনী শেষযাত্রা টানছে তাহারে যেন মোহমায়া ছেড়ে;
সকল কাজকে আজ করতে পারেনি শেষ লেগে
তবু আফসোস নেই আসুক মরণ বেগে তেড়ে।।

বৈতরণীর মাস্তুলে উঠেছে ভীষণ ঝড় যায়না যে মাপা
রিখটার স্কেলে শুধু উঠেছে কাঁপুনিটুকু ঝেড়ে;
তাই যেন সেই নাদে দুন্দুভি আওয়াজ তার হলনা তো ছাপা
বুঝতে পারেনি সে যে এসেছে ক্ষণিকে পৃথ্বী ছেড়ে।
মৃত্যুর ঘণ্টার নাদে বুঝতে পারেনি সে যে ত্রিদিবের রাগিণীকে;
অথচ যখনি তার ইতির নিঃশ্বাস ছাড়ে পৃথ্বী আছে তবু টিকে।।