ঊষার আগল মেলে -- এসেছিল প্রজাপতি জানাতে ফাল্গুন সায়
অরুণ আভার স্রোতে কালাপী পেখম মেলে ফুলের রঙের আঁচে;
যাপিত কালের ব্যথা আজকে আমার মনে নিলো কেবল বিদায়
তাই যেন গোলাপের কাঁটা আর গন্ধ আসে খোঁচা, ঘ্রাণে মন বাঁচে।
রুধিরের তরতাজা আভাস দিয়েছে সুখ ---- জাহাঁবাজ কথা বলে
ঊষার সূর্যের তেজে সূর্যমুখী মুখ মেলে কিসের দ্যোতনা বাজে;
দেখি আমি অনিমিখে আমার চোখের 'পরে রূপের নানান ছলে
মগ্ন হতে চেয়ে আজ মাখি আমি ফাল্গুনের রঙ রূপ নিজ কাজে।
আমার ঘরের দোর মেলেছি অধুনা আমি সোনালী আকাশ দেখে
সহসা কাহার ছাপ পড়েছে আমার মনে ---- ঊষার আগল মেলে;
আজকে অনুরণন -- আমার মস্তিস্কে আসে রূপের কুহক চেখে
তাই যেন আমি ছুটি বনের কোমল ছায়ে - আমার তাগিদ ফেলে।
অমন আমার চলা থামেনা আজকে চলে কিসের আওয়াজ ভাসে
ছুটে চলি দেখে ছাপ তা যে নয় মানুষের -- কিসের আভাস বাণী;
কুসুমের প্রভঞ্জনে -- আলোড়ন উদ্ভাসিত চেনা আমার আকাশে
তাই আমি চোখ বুজে - দেখছি ধ্যানের ছবি সেই ছাপ মনে টানি।
সহসা এ প্রজাপতি এসেছে আমার দোরে ফাল্গুনের রূপ দিতে
কলাপীর পাখা আজ করে চলে নাজেহাল আমার মনের ভূমি;
কাননের এই রূপে -- চাক্ষুষ হয়েছি আমি করেছি সকলি মিতে
জানি আমি সবি আজ ক্ষণিকের এই রূপ সবি হল যে মৌসুমি।
আবার ফিরেছে ছাপ দেখে দেখে আমি চলি মৃত্যুর সরণি দিকে
ভেবেছি মরতে হবে -- তাই নেই আজ ভয় চলার উদ্যম পেয়ে;
আমার ভাবনা ভুল তাই অবশেষে দেখি ছাপ মিশে হলো ফিকে
ঊষার কালের শেষে এসেছে প্রখর রৌদ্র গিয়েছে কাননে ছেয়ে।
মিশে গেছে সেই ছাপ মানুষের নয় জানি কাননের নদী তীরে
বেহুলার মতো লাগে আমার মনের ব্যথা হারিয়ে ছাপের কূল;
মনের মাঝারে আজ নানান স্মৃতির কথা কেবল সুধীরে ভিড়ে
প্রজাপতি ও কলাপী তাদের রঙের ধারা মেখে করে গেছে ভুল।
সহসা মনের মাঝে আমার জেগেছে ছাপ ভেবেছি যে মতিভ্রম
চোখে দেখি সেই ছাপ জলের উপরে নাচে জাগায় করুণাধারা;
বুঝেছি করুণা দাতা দিয়েছে নিজের পায়া দেখায় আভাসে ক্ষম
নহে বলি তাই আজ মতিভ্রম তাঁরে আমি হয়েছি পাগলপারা।