আমায় দিলে টান
তোমার কাছে তুমি জানি
নিজেরি আসমান।
ভাবছ সকল করছ যাহা,
সব যে সঠিক বলছ আহা!
নিজের বিবেক শুন্য তাহা
আমায় দিলে টান,
জানলেনা আর বিবেক দ্বারা
কোথা কাঁদে প্রাণ।
আমায় দিলে টান
বেদন তোমার কাঁপে না আর
কাঁপে না তোর জান।
স্বচ্ছতাতে মাখছ কুটিল,
ভাবছ সকল হচ্ছে জটিল
মানব বোধে দিয়েছ খিল
আমায় দিলে টান,
তোমার কথা সইতে নারি
ভরাইনা নিজ কান।
আমায় দিলে টান
কিসের মোহে ডুবে আছো
কিসে হৃদয় খান।
তোমার কাজের ধারা নাহি,
মন্দ্রিত গান আর না গাহি,
আমি কেবল ধাতায় চাহি
আমায় দিলে টান,
ভুলে গেলে সকল অতীত
ভুলে ধাতার গান।
আমায় দিলে টান,
এখন তোমার সকল আছে
দাওনি কেন ত্রাণ।
চাইছ তুমি আরো আরো,
বাঁধা আমি দেইনি কারো,
তোমায় বেলা মিথ্যা ঝাড়ো
আমায় দিলে টান,
পেলামনা আর তোমার হতে
মনুষ্যত্বের ঘ্রাণ।
আমায় দিলে টান
আঁধার মাঝের অমানিশায়
মন করে আনচান।
আলোর লাগি আমি চলি,
তোমায় আমি নাইবা দ'লি,
তোমার বিবেক নাই উছলি
আমায় দিলে টান,
ভুলে গেছো সকল শেষের
ধাতা মেহেরবান।
আমায় দিলে টান,
ফিরে আসো মানুষ হয়ে
বিবেক করে দান।
তোমার চলায় আছে ত্রুটি,
আমার আছে ধাতার খুঁটি,
মিথ্যা সকল যাইবে টুটি
আমায় দিলে টান,
অন্তিমে তাই চাইছি ভালে
তোমার শুদ্ধি তান।