কোথায় তোমার স্বর্গচূড়া,
কোথা তোমার আসন কাজী
আমার মনকে বেহাত করে
বসলে মনে মনের মাঝি।।
নিরস্ত্র এই মনের দ্বারে
কাঁপছি আমি তোমার ভারে,
শূন্যতা যে এ সংসারে
করলে না আর পূর্ণ পাঁজি।
আমার মনকে বেহাত করে
বসলে মনে মনের মাঝি।।
দিন চলে যায় আসেনা আর
আমার নিজের সফলতা,
কেমন করে যাবো আমি
স্বর্গ চূড়ায় তবে তথা।।
চারিপাশে দালানকোটা,
দিচ্ছে আমায় ভীষণ খোঁটা,
দরিদ্রতা আমার জোটা
হয়না ধনেরই কারসাজি।
কেমন করে করবো পূরণ
আমার ঘরে দীপ না ঝাঁঝি।।
অন্ধকারের উজান থেকে
আমাকে যে আপন করো,
আমার মনে তুমিই এসে
পাণি লাগাও মনকে ভরো।
সুবাসিত সকল ফুলে,
ভ্রমর এসে জানি দুলে,
তার ছোঁয়ার ওই কূলে কূলে
ফুলের আসে গীতি ভাজি।
তেমনি তোমার ছোঁয়া পেলে
হৃদয় আমার সবে রাজি।।
মনের সকল অঘের টানে
মন যদি যায় ছুটে পিছে,
তারে আমি রুখবো কিরূপ
তোমার পথে রইনা মিছে।
সত্য আলোক সুদূর থাকে,
মিথ্যা যদি কেবল ডাকে,
মন সাগরে কেউনা হাঁকে
হবো কি আর যুদ্ধে গাজী।
নিত্য মাঝি তোমায় পেতে
ধরেছি এই প্রাণটা বাজি।।
প্রাণে মনে জাগাও এবার
অস্ত্র দিয়ে লড়বো আমি,
মারের খেলায় ডুবে যাবো
দেখি যদি কেবল যামী।
অস্ত্র দিবে আলোক ছটা,
বিজয় জানি বাঁধবে জটা,
শিরে জয়ের ঘনঘটা
আসবে তবে সাজিয়ে সাজি।
মনের ঘরে রইবে বসে
বইবে ওজন মনের মাঝি।।