জাগতিক মোহ ছেড়ে দাঁড়ালে যখন তুমি ওহে মহানবী
বিষাদিত কথামালা ফুলঝুরি হয়ে ফোটে মরুর ভেতর;
আগুনের ফুলকির আঁচ লাগে গায়ে যেন সেইকাল ছবি
নারীশিশু বলিদান জীবন্ত সমাধি পারে দাফনে গতর।
অন্ধকারে নিমজ্জিত প্রাণের কুসুম ছিল অন্যায়ের বেড়ি--
বেঁধে দিত মানুষেরা আপোষ কথার জালে ছিলনা নিয়ম;
মূর্তির নিকট মাথা হয়ে যেত নত জানি বুঝে হলো দেরি
তখন বিধাতা বুঝি তোমায় পাঠাল ভবে দিয়ে সেই দম।।

মানুষের সঞ্চারণে জাগালে তিয়াসা তুমি বিধাতার প্রতি
ধ্যানে মগ্ন হয়ে তুমি দিলে কুরআন বাণী মানুষের লাগি;
ফেরালে সকল লোকে তোমার আলোর পথে দিয়েছিলে গতি
বিধাতা স্বয়ং যেন মেখেছে তোমায় নেহ ছিলে তুমি জাগি।
কতো অপমান তুমি সয়ে গেছ নিজ দেহে মানবের তরে;
তাই বুঝি সবে মাখি বিধাতার বাণী আজ পাঠে মগ্ন স্বরে।।