কতো কিছুর নিয়ম দিলে দিলেনা মন নীতি,
কোন নীতিতে গড়লে ধরা দেখি শুধুই ক্ষিতি।।
তোমার নিয়ম ভুবন মাঝে দেখিনা আর মনের কাজে,
মুখের কথায় নীতি দোলে মনেতে নাই প্রীতি।।
মানুষ এখন ফানুস উড়ায় তোমার বাণীর দ্বারা,
মনের মাঝে নীতি যে নাই হলো নীতির সারা।
মানছে নীতি বাণীর কথায় মনের মাঝে নাই যেন সায়,
মন বিরুদ্ধে করছে তারাই শুধু মারের গীতি।।
এমন কোন কথাই আমি পাইনি তোমার সুরে,
যেই কথাতে মনের দামের মূল্য সঠিক পূরে।
তবে তারা কিসের মানুষ উড়ায় কেবল মিছের ফানুস,
দেহের বলে সত্য ভেঙে দেখায় মিথ্যা তিথি।।
ক্ষমতা যার আছে ভবে ভাবছে নিজেই ধাতা,
তাদের মুখের হরেক কথায় পুড়ছে কড়া চাতা।
সত্য এখন কয় অসহায় মিথ্যা চলে দিয়ে নিজ রায়,
তোমার আলো সত্য হলে দেখাও তুমি জিতি।।