নৌকা আমি বাছাই করি যাবো তোমার ঘাটে,
চায়না যে কেউ আজকে যেতে ভুখে তোমার বাটে।
সবাই বলে ভীতি মাখা সেই পারে যে আগুন শাঁখা,
পুড়তে হবে গেলে সেথায় মাখা গিরির হাটে।।
গিরির লাভা এসে জমে শুনলো সবাই তাই,
পারের কাছে গেলে নাকি নৌকা পোড়ায় ঠাঁই।
শোনা কথা জানি আমি যাবে না কেউ ঘাটে নামি,
গড়ি আমি নৌকা নিজের অমন ঘাটের নাটে।।
অবশেষে গড়া হলো আমার নৌকা খানি,
যাবো আমি সেথায় ভুখে নামুক যামীর বাণী।
দেখবো তোমায় এই যে আশা আছে মনে ভালোবাসা,
চলছি ছুটে আমি সে পার বৈঠা সলিল কাটে।।
হটাৎ দেখি ফুলের বহর আমার তরীর গায়ে,
বুঝেছি আজ সকল মিছে মানুষ ভীত ছায়ে।
সুবাস পেয়ে ছুটি ধেয়ে আমার নৌকা সলিল বেয়ে,
পেলো দেখা অবশেষে চুকলো দুঃখ পাটে।।
আরো গভীর গিয়ে দেখি বিশাল অট্রালিকা,
নেই যে সেথায় জানি আমি কোন মরীচিকা।
সকল দেখে ফিরে যাবো ভাবিনি আর ছোঁয়া পাবো,
ফিরে গিয়ে দেখি আমি সবার হৃদয় ফাটে।।