মানবতার সুবাস মানবেতর করেছে ওরা ছিলো পাষাণীরা
নির্মোহের আবেশিত মানুষেরা গুপ্ত আছে খোলসের আবরণে;
কোথায় সে মানবতা কোথায় দেশের ভাল কোথায় লুকায় হীরা
যারা আজ দুর্নিবার তারা বিলিয়েছে প্রাণ অকাতরে আয়োজনে।
চন্দ্রের মতন যারা দিয়েছে মেদুর আলো প্রাণের উৎসারণ বেগে
সুবিজনে রাখে তারা তাদের নিজের তাড়া শান্তির বারতা খোঁজে;
সেই উচাটন মন মানবতার সুবাস স্ফুরিত করেছে জেগে
তবুও তাদের প্রাণ কেঁদে দেখে আসমান জীবনকে নিতি বোঝে।।

অথচ সে পাষাণীরা কেটেছে দেশের মান অভিযোগে আজ খুশি
আনন্দের আন্দোলনে মানুষ নামের ছলে বিলায় বিপথে কড়ি;
শুধু তোষামোদকারী করেছে তাদের ভারী চলেছে তাদের তুষি
তাদের বিরুদ্ধে তাই নির্মোহ আবেশে মাখা লোকেরা উঠেছে লড়ি।
অতীব নগণ্য লোকে লড়েছে জীবন লয়ে শ্বাপদের সাথে আজ;
বেহেস্ত অধিক জানি দোযখের তুলনায় কম লোকে পায় তাজ।।