মানবিক প্রেম বোধে হেঁটেছি এতটা কাল করে চলি গান
জীবনের ফসিলের প্রেম জেগে উঠে মনে অতীতের কথা;
অবারিত বঞ্চনার শিকার হয়েছি আমি কেঁদে উঠে প্রাণ
জাগিয়েছি কবিতাতে আমার মনের কথা মেখে ব্যাকুলতা।
আসেনি তবু সে আর ধোঁয়ার কুণ্ডলী মেখে ছিলো প্রহেলিকা,
শান্তির বারতা নাই প্রেম সব হলো ছাই তবু জ্বলে শিখা।।
অথচ প্রাণের সুর ছুটে গেছি বহুদূর আমি,
জীবনের পরাজয় বাজে সুরে; করে গেছে অধুনা বিধুর
গানে তাই আসেনি যে সমাপন নামি
মানবিক প্রেম তাই এক নারী পিপাসায় জাগিয়েছে প্রণয়ের পুর।
কোথায় হারাই তারে অপরের সংসারে সে যে লিখে আছে মরীচিকা;
প্রেমের বারতা ভুলে আমারে করেছে পর; পরে জ্বলে শিখা।।
আমার চলন তার পারেনি করতে ভার
বৃথা চলা; সকল ক্লান্তির শেষে ফিরে আসি ঘরে,
সেখানে আরাধ্য মন খোঁজে শুধু প্রয়োজন একাকী আঁধার
প্রভাতের অপেক্ষাতে জেগে রয় নিজ প্রাণ স্বরে।
মানবিক প্রেম তাই আমি আজো খুঁজে যাই ঢাকা আছে দেখি যবনিকা;
যদি পাই সমুখের অনন্ত আধার প্রেম জ্বলে যদি শিখা।।