উষ্ণতার ঐ বাঁধ ভেঙেছে
আসুক এবার বান,
টান রে তোরা দাঁড়ের রশি
শক্ত করে টান।।
রাঙ্গাবো আজ সবাই মিলে,
জাগাবো যে মেঘের দিলে,
আসুক ফিরে সকল মেঘে
ভরুক ঐ আসমান।।
মেঘের লাগি গাইছি গীতি
মনের সুরে সুরে,
বৃষ্টি দাতা শুনুক কানে
যতই থাকুক দূরে।
আমার তরী যায়না পারে,
আটকে আছে তল যে ভারে,
পারিনা আর যেতে তীরে
কাদা পারের দান।।
তাই কামনা জাগে মনে
বৃষ্টি আসুক ফিরে,
মাঠ ঘাটে আজ ফাটল ধরে
চৌচির করে ধীরে।
জলের তৃষায় গরু, পাখি,
খুঁজে জলাশয় সব আঁখি,
গাইতে যে তাই বলছি আমি
তাঁর লাগি সে গান।।