একটি গভীর রাত্রি গোপনে লুকায় ক্ষত
চন্দ্রবোড়া সাপ কাটে নিরীহ মানব প্রাণ;
পিছিয়ে যায়নি সাধু আছে ধ্যান তরে রত
আর মেকি পালোয়ানে মারে অন্ধ জোরে টান।
রাতের ভেতর ঋক্ষে সাক্ষী করেছে এ সব
ললিত মেদুর গানে ডাকছে ডাহুক জোরে;
ঘুমন্ত মানুষ প্রাণে নিভৃতে কাঁপায় শব
জাগরণে আছে যারা শুভ কিবা মন্দ ঘোরে।।

রাত জাগা পাখি জানে মন্দ্রিত পাপের খেলা
রাতের গণিকা সবে পুরুষের ক্ষুধা মাপে;
রাতের আঁধারে চাঁদে মাখায় শোভন বেলা
লুকায় মানুষে তাই পূর্ণিমা চাঁদের তাপে।
কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ পাল্টায় লোকের কাজে
মানুব চাহিদা গুলো ভাঙছে পাপীরা ভোরে;
পুণ্যবান মানুষেরা রাখে ধাতা মনো ভাঁজে
তাহাদের আগ্রাসনে দিনে পাপী ডোবে ঘোরে।।