ক্রোধানলে পুড়ি আমি বাগের কুসুমগুলি নিস্তেজ হয়েছে আজ
ফাল্গুন আসেনি আজ কাননের বুনো ফুল বাতাস সুবাস দিলো;
শীতের ফুলের ছাপে ক্রোধ বাড়ে বুঝি ভাপে বাগেতে দেখিনা কাজ
একেলার জীবনের পানসে শীতের ঘাতে লেপ, কাথা মেখে নিলো।
আবার বাহিরে দেখি কুয়াশা আবরে আজ সূর্যের জ্যোতির ধারা--
পারেনা ঢুকিতে ভবে। কুয়াশা অধুনা বুঝি মেখেছে নিজের কাথা;
রাতের আকাশে তাই ঘন কুহেলিকা ঘোরে দেখিনা আকাশ তারা
নিজের ক্রোধের ভাপে পোড়াবো আবার কিছু বুনেছি আপন গাঁথা।।
গরম রয়েছে দেহ ক্রোধের চাপেতে দেখি কাবু করেনি তো শীত
আমার বাগের ফুল পায়না ফাল্গুন ধারা ঝিমিয়ে পড়েছে বেগে;
ছুটে যাবো ঠিক করি অরণ্যের বুনো ফুল গেয়ে চলে নিজ গীত
তাই আজ কাথা ছেড়ে ছুটেছি বনের দিকে আমার আরাম ছেড়ে।
ম্লান হলো ক্রোধ সবি প্রকৃতির ডাক মেখে অন্তরের ডাক শুনি,
শিশিরের ছোঁড়া কথা বুনেছি নিজের গানে বয়ে চলা কান্ত ধুনী।।