১)
তুমি চেনাও আমায় চেনাও একা থাকার বাগে,
দিলেনা হে আমায় তুমি জীবন সাথী আগে।।
ভ্রমর চেনে ফুলের কলি চাঁদ দিয়েছে আলো জ্বলি,
তোমায় আমি চিনেছি হে মনে প্রণয় জাগে।।
এই পৃথ্বীতে হয়না কিছুই একলা একা জানি,
চলতে দিলে নারী, পুরুষ তাদের যুগল বাণী।
একলা আমার চলা চলে সইছি আঘাত পলে পলে,
হৃদয় আমার চাইছে শুধু তোমার কৃপা মাগে।।
২)
তোমার সনে হলে দেখা মাতবো আমি অভিসারে,
রমণী গো; ও রমণী নেই যে আবিল মনের দ্বারে।।
অপেক্ষার এই প্রহসনে কি আছে আর তোমার মনে,
হয়নি জানা, হয়নি দেখা অনিমিখে শ্বাপদ ভারে।।
শুনেছি গো মেদুর তুমি, কান্ত তুমি মনোহরী,
তা না ভেবে তোমায় আমি কত রূপে আপন করি।
ভাবনা আমার দোলাচলে সলিল ঝরায় নানান ছলে,
যেই তারাটি হয়নি দেখা ভালোবাসি আমি তারে।।
৩)
স্বপ্ন ভেলা ভাসাই আমি মেলে আমার নিজের ডানা,
কেউ করেনা আমায় সেথা গায়ের জোরে কোন মানা।।
কতো রঙিন স্বপ্ন আঁকি ঘুমের দেশে ডুবে থাকি,
নেই যে কোন শত্রু আমার করবে আঘাত দিয়ে হানা।।
মেদুর স্বপ্ন আমার মনের প্রকাশ যে পায় কাব্য ভাষায়,
চাইনা পাহাড় ধনের মালিক বাঁচবো সুখে ভাবি আশায়।
সঙ্গী আমার রবে সাথে আঁকি তারে দিবস রাতে,
স্বপ্ন আমার স্বপ্ন থাকে ফলবে সকল রয় অজানা।।