আন্দোলিত অধরের বাঁকে বাঁকে খেলা করে কত সুর কথা,
কিছুটা তাহার মিছে, কিছুটা মেখেছে সত্য আছে ব্যাকুলতা।
প্রাণের ব্যাপক কথা হয়ে গেছে লীন জানি লোক সরোবরে;
মানুষের প্রাণ নিয়ে সত্যবাদী হলে তবু ---- হয়না দেবতা।