কোন সাধনার সম্পদে আজ হলাম আমি কবি,
তবু কেন পারিনা আর আঁকতে তোমার ছবি।।
তপন আঁকি আপন গানে    শশী আঁকি নিজ আসমানে,
ঋক্ষের দিকে দেখেই চলি দেখছি তাজা সবি।।

সাধনা আজ পূরায় বাসন লিখতে থাকি বেগে,
কখনো বা লিখে চলি সারাটা রাত জেগে।
থামেনা আর লেখারি স্রোত    পেয়েছি আর সঠিকে পথ,
নিজেকে তাই কবির দলে লাগছে তাজা রবি।।

প্রেমের গানে আঁকি প্রণয় তোমার সৃষ্টি নারী,
তোমার সৃজন উপমা দেয় করছে কাব্য ভারী।
আবার যখন মনে আসো      তোমার নামে গানে ভাসো,
লিখতে থাকি তখন বেগে আমার গান ভৈরবী।।

মনের কলাম বেঁধে রাখি তবু যে হায় ছোটে,
সত্য বলার চেষ্টা করি মিথ্যা আমার জোটে।
প্রাণের দামে তোমার নামে          পূরাই কাব্য মনস্কামে,
ভৈরবী গান লিখতে থাকি সাথেই রয় পূরবী।।

সাধনা আজ জাগে কেবল মনে যে নাই ক্ষণ,
লিখার তাগিদ এসেছে রোজ লিখতে করি পণ।
তাই বুঝি হে তোমায় পুষে       লিখার বেলায় উঠি ফুঁসে,
ছড়ায় আমার লিখার ধারা মেখে নিজ সুরভি।।

বুঝতে পারি সাধনা নয় আমার লেখায় কৃপা,
দিলে তোমার অসীম কৃপা জাগছে মনে ত্রপা।
তাই চলেছি লিখতে থেকে    সনে তোমায় ডেকে ডেকে,
বাজাই আমি তোমার নামে নেই মনে দুরভি।।