সজীব করো সবুজ করো জানি
হয়রানি আর করোনা হে
দিও তোমার মধুর অমর বাণী।
বুড়ো যদি হই আমি আর জোরে,
শুনবেনা কেউ কথা যাবো ঘোরে,
চাইনা আমি নিজের বিনাশ শোরে
দাও সে বাণী না হোক বা আসমানি।
সজীব করো সবুজ করো জানি।

আমার দেহের হাড়ে কাঁপন ধরে
নড়বড়ে মন বয়স বাড়ে
ঝাপসা দেখি চোখের অবসরে।
নিত্য যদি গেয়ে চলি সুখে,
কে আমারে আমার চলায় রুখে,
যদি তুমি থাকো ওহে দুখে
হবোনা আর আপনাতে হয়রানি।
সজীব করো সবুজ করো জানি।

তোমার কাছে আমার চাওয়া আজি
সাজাও আমায় কাব্য তলে
ধরে আছি নিজের পরান বাজি।
বক্ষ কোলে যে প্রাণ আছে জানা,
হৃদয় মাঝে করো কেবল হানা,
পারিনা আর করতে আমি মানা
গড়ো আমায় সবল মুছে গ্লানি।
সজীব করো সবুজ করো জানি।

কাব্য যদি হয় সুফলের চাবি
দিও আমায় সফলতা
করছি আমি তোমার কাছে দাবি।
শিক্ষা যদি না আসে আর তীরে,
কাব্য আমার রবেনা প্রাণ ভিড়ে,
আমার তরী ডুববে ফিরে ফিরে
তাই করুণা চাইছি তোমায় মানি।
সজীব করো সবুজ করো জানি।

সফলতার চাবি খোঁজে সবে
খুলতে তালা আমি আজি
মাতি কেবল নিগূঢ় কলরবে।
তোমার দানে নাই যে কোন ত্রুটি,
গেড়েছি আজ আমি কাব্য খুঁটি,
যদি হে যায় সফলতা ফুটি
হবে আমায় নিয়ে কানাকানি।
সজীব করো সবুজ করো জানি।

আজ করুণার ছায়া আমি পেয়ে
লিখছি কেবল কাব্য আমার
আপন বেগে প্রবল ধেয়ে ধেয়ে।
নেশা আমার কবিতাতে মাখা,
মেলে আছি আমি আপন শাঁখা,
যদি মিলে কৃপার ধারায় রাখা
তবে আমার আসবে বিজয় খানি।
সজীব করো সবুজ করো জানি।