কোণঠাসা জীবনের বাড়তি কিছুর আশা বিভীষিকা মেখে আছি
অনাদর অবহেলা আর কিছু পরিতাপে আমার বেদন পোড়ে;
কখনো মনের তরে সেই হতাশার কথা রয়ে আছে কাছাকাছি
জীবনের কোলাহলে থেকে আছি একা আজ অন্তিম আবিল ছোঁড়ে।
কোথায় দূষণ খুঁজি হৃদয়ের চাবি যুঝি খুঁজিতে প্রয়াস করি;
তালা আছে নেই চাবি আমার অন্তর দাবি ভালোবাসা মনে ভরি।।

কিছুটা সমুদ্র সুখে লিখেছি সকল কথা কিছুটা আকাশ দেখে
কিছুটা সুখের ছোঁয়া দেখেছি উঠেছে চোয়া সেটা শুধু ভাবনায়;
প্রেমের আগুন আমি চাখিতে পারিনি বলে হৃদয় সে প্রেম শেখে
সে প্রেমের ফসিলের জীবন্ত রূপের ধারা আমাকে দিয়েছে সায়।
সকল ভাবনা মাখি আমার সুখের পাখি আমি শুধু মেলে ধরি;
দুখের আবহে আমি সুখের ছবিটা আঁকি ভালোবাসা মনে ধরি।।

আবর্তন করে চলে যেমন পৃথিবী সুখে নিজের সে কক্ষপথে
জোয়ার উঠেছে বলে মনের কবিতা কথা আবর্তন করে জাগে;
অথচ আমার নারী ভাবনায় দোলা খেলে ছুটে চলে স্বপ্ন রথে
তার সাথে আয়োজনে আছি আমি নিমগনে ভাবনার অনুরাগে।
কোণঠাসা জীবনের ক্লান্তি আসে চেপে আজ দেখি শুধু বিভাবরী;
সম্মুখের পথে আজ কেবলি কণ্টক আঁকা তবু প্রেম মনে ধরি।।