দু' বাহুর ঘাড়ে দেখি জেনেছি মুণ্ডুটা পাবো দেখে
তার চেয়ে ঊর্ধ্বে আছে মাখা ভরা চুল;
চুলের কিছুটা নিচে হরিণ শাবক ন্যায় সেই দু'টি চোখ
চাইলেই মনে হয় হলো সব ভুল।
নাকের ডগায় জমা গ্রীষ্মকাল স্বেদ
ভেদ করে দেখি আমি কপোলের তরে আঁকা তিল;
হাসিলে যে ধরা পড়ে চোখের আলেয়া মেখে এক রূপ
খুঁজেছি চোখের তরে আমি শুধু মিল।
মিল নেই কারো সনে কল্পনার রূপে মাখা মুখ
চুমো আঁকা চঞ্চুতেই মাখা আছে দেখি গ্লিসারিন;
মেলেছি আমার নিজ অসীম পুলক
তবু যে বাজিছে মনে হারিয়ে ফেলার সেই আশঙ্কার বীণ।
হটাৎ এসেছে জাগা চোখের ভেতর
কল্পনার রঙ মাখে আমার দু'চোখ বুঝি সীমাহীন ব্যথা;
বাস্তবে কোথায় তার চলাচল নিতি সূচনায়
আকুল হয়েছি তাই পেতে তারে কল্পনার রূপবতী কথা।