কিসের হতাশা আজ মুখরিত করে প্রাণে এ যে নহে জল
কিসের তামাশা দেখে আঁধলা জলের স্রোতে সূচি আনে নারী;
অন্ধকারের ঠাট্টায় কি যে আজ মিশে যায় বুঝিনা সকল
মনের দূষণ কি বা জলে ধুয়ে ফেলা যায় না ঝরিয়ে বারি।
প্রেমের ছলনা মেখে যে রমণী দেখে চেখে নানান মানুষ
তাদের চোখের প্রেমে ডুবেছে কতনা লোকে অবুঝের ভাষা;
উড়িয়েছে নারী প্রেমে নিজের অতীত ভুলে নতুন ফানুস
অথচ রূপসী নিজে প্রণয়ে উঠেনি ভিজে ছলনাতে ঠাসা।।
দর্পণে নিজের রূপে স্তম্ভিত হয়েছে সে যে পুরুষের খাদ্য
অথচ কোথায় খাদ্য সে নিজে করেছে সবি নিজ প্রয়োজনে;
সমাপনী যুগ শেষে এসেছে পৌঢ়ত্ব আজ বাজায়নি বাদ্য
যৌবন বিগত হলে সকলি ভাসিলো জলে চলে কি জীবনে।
আজকে দেখেছি তারে নিকষের অন্ধকারে করে গঙ্গা স্নান;
অথচ গণিকা বেশে দিয়েছিল নিজ দেহ জলে কাঁপে তান।।