আমায় তুমি জাগিয়ে তোলো
                আমার মনে তুমি দোলো;
আমার সর্বক্ষণে
        তোমার চেয়ে আমায় বেশি জানে বা কোনজনে।
সাধের পথে চলছি আমি
                        ঘুমিয়ে কাটাই দিবস যামী;
অন্ধকারের করাল স্রোতে
        চলছি আমি অমন পথে
আলো দিবে নাকি
                দেইনা আমি তোমাকে হে আবার খিন্ন ফাঁকি।

পথের 'পরে ফাঁদের দেখা
        দেখায়না আর আলোর রেখা;
আঁধার আসে বেগে
                ঘুমিয়ে ঘুমিয়ে চলছি আমি জাগরণ আজ ত্যাগে।
আলোর পরশ পেলে জানি
                        ভাঙবে যে ঘুম আমি মানি;
হোঁচট খেয়ে চলছি পথে আজ
        নেইতো কোন আলোর কারুকাজ।

এবার জাগাও মোরে
                পড়ে আছি আমি কেবল আমার আপন ঘোরে।
সদাই দুখের লহর বুনি
         জেগে থাকে দুঃখ ধুনী
তোমার দেখা পেতে
                উঠেছি আজ মেতে।
তখন ক্ষীণ আলো আসে
        ভাবি আমায় ভালোবাসে
দেখি তারার মেলা
                চাঁদের আলো অমাবস্যা করে নিয়ে খেলা।

কবে আঁধার ঘনাবে হে
        তোমার কান্ত পরম নেহে;
সেই ভাবনায় বাঁচি
                করো আমায় তোমার ভবে আমাকে হে সাঁচি।
আঁধার সাথে আলোর থাকে
        বোধ এসেছে মনের বাঁকে
তবু আমি দেখিনা আর
                        দেখি শুধু আঁধার পাথার
জাগাও আমায় ফিরে
        ঘুমের দেশে স্বপন বোনা যায় জানি হে ধীরে
বাস্তবতা আমায় টানে
                আছি ভীষণ অভিমানে
আলোক না আর হেরি
        আঁধার আসে চণ্ড বেগে আলোক করে দেরি।

হটাৎ আমার ঘুম ভেঙে যায় আজ
                       দেখি আমি আলোর কারুকাজ;
বুঝি সকল তোমার কৃপা
        আমার মনে আসে ত্রপা
কিসের আলোর ধারা
                আশেপাশে নাই যে দেখি আঁধার হলো সারা;
তাই বা কেমন করে
        আলোর সাথে আঁধার রবে জেনেছি তাই ভরে।

বুঝতে পারি কবর হতে
                এসেছি আজ বেহেস্ত স্রোতে
কবর মাঝে ছিলো আঁধার
        স্বর্গের বুকে আঁধার যে নাই দেখি আলোর পাথার।
হয়েছে জাগরণ
                বোঝা আমার হলো যে শেষ করি আলোক বরণ।