আচম্বিত এক নাদে এসেছি পথের দোরে ভেঙ্গে দিতে সব বাধা
ফিরে যাবো বাজে নাদ বুলেটের চালনাতে আহত করে চিৎকার;
তাই আজ কবি মন নিজের কবিতা লিখে তাদের মুখেতে সাধা
যদি তারা গায় গান আমার গানেরমালা আসবে সুখ আমার।
ফিরে যাবো নিজ ঘরে আবার শুনেছি নাদে বাড়ে যেন হাহাকার
তাই ছুটি সবি দেখে আপনার সঞ্চারণে পথের ধারের দিকে;
দেখি লাশ ঝরে পড়ে আরেক লাশের কোলে পেয়ে সব অধিহার
আমার হৃদয় আজ ব্যাকুলতা মেখে বসে কাব্যে লিখি মন ফিকে।।
কিসের অমন চাওয়া বুঝিনা যে রাজনীতি তাই বুঝি আছি বেঁচে
কেন এলো এত লাশ কিসের মোহের টানে প্রাণ নিয়ে কাড়াকাড়ি;
পারিনা বলতে কিছু লেগে আছি লেখা পিছু চলেছি তাঁহারে যেচে
চাইনা বিনাশে প্রাণ অমন বিভোল গানে আজ দীর্ঘশ্বাস ছাড়ি।
শ্বাপদ এ আয়োজন যদি হয়ে যায় বৃথা ইতিহাস যাবে মুছে;
তাই কবি প্রাণ বলে লিখে যাবো ইতিহাস সারাটা জীবন পুছে।।