আমায় আঘাত করে করোনা বিদ্রোহী আর প্রাণের পরশ আসে নাকো
কতো দিন কতো রাত এসেছে আঘাত প্রাণে ঘুমের ভেতর কাতরতা;
তুমি যদি ছুটে চলো আবার কারোর প্রাণে তবে কেন এই নামে ডাকো
পারবো কি সয়ে যেতে তোমার দানের ব্যথা বলি বারেবারে সেই কথা।
অন্তরের মুহুর্মুহু যে বাসনা গড়ে তুলি ---- মুমূর্ষু প্রাণের কথা দ্বারা
তোমার চোখের পট্টি যবনিকা মতো জানি দেখেনা আমার ব্যথা সবি;
অবগুণ্ঠনের আশে ক্রোধানলে মন ভাসে করে শুধু আজ দিশেহারা
তোমারি বিরহ সয়ে আমার প্রাণের কথা এঁকে চলি কবিতাতে ছবি।।
তুমি যদি ফিরে আসো সেই আশা বুনি আমি মনের অতলে আজ বেগে
নিমকের প্রেম জানি তরকারি স্বাদ করে তোলে সবে প্রশংসার মালা;
প্রেমের নিকম তুমি আমি সেই তরকারি কেমনে ছুটবো তুমি ত্যাগে
মূল্য ছাড়া হয়ে যাবো তোমার দহনে জানি ধরাবে হৃদয়ে প্রেম জ্বালা।
আর কারো দিকে তাই চেওনা প্রেয়সী ওগো আমি আছি একেলার বেশে;
কবির পরান নিঃস্ব মনের ভেতরে বিশ্ব সেখানে তোমাকে আঁকি হেসে।।