কোনবা কবির দ্যুতি সাজাল পৃথ্বীর পুতি জানি আমি জানি
সকল কবিরা চোখে মেখে তাঁহার আলোকে দেখে রঙে ধরা;
দানের মহান সিন্ধু দিয়েছেন এক বিন্দু কবিদের মানি
তাই নিয়ে নাচানাচি করে সব কবি বাঁচি প্রাণে আছে জরা।
মরীচিকা ন্যায় কবি জীবনের সবি লভি লিখে চলে কথা
যন্ত্রের এ দাবানলে আজ কবিদের তলে লেখা ছাড়ে মান;
পাঠকের স্রোতে দেখি কবিরা মিশেছে সেকি আছে ব্যাকুলতা
অথচ কবিরা জানি আবেগে পুষেছে বাণী আছে অভিমান।।
সময়ের আবির্ভাবে কবিগণ বেহিসাবে ভুলে যায় লেখা
আজ কবিদের দোল শোনায় না নীতি বোল মূল্য কোথা তার;
পড়েনা কবিরা আর পুরানোর অলংকার হয় নাই শেখা
সময়ের স্রোতে সবে ম্রিয়মাণ হয়ে রবে নেই আবিষ্কার।
রয়েছেন যিনি একা হলোনা তাঁহারে দেখা কবিদের দলে;
যুগের ছলনা বয়ে কবিরা চলছে ক্ষয়ে ভুলে তাঁরে ছলে।।