কবি আর ফুল
করে একি ভুল,
ফুটেছে পরের লাগি
নাই সুখ কূল।
কবি চলে ভুখে
লোকে পড়ে সুখে
ফুলের ঘ্রাণের মতো
ছড়ায় না রুখে।
তাই বলি আজ
করেছি বিরাজ,
সুখের কূলের দেখা
নেই মন ভাঁজ।
কবি ফুল এক
ফুটেছে সে রেখ
দিতে জানে নিতে নয়
ভালোবাসা শেখ।
মানো কবিতারে
আপনার ভারে,
বেদনা কবির প্রাণ
উপমাতে বাড়ে।
ভ্রমরের মতো
পাঠকেরা রত,
তাই কবি লিখে চলে
কবি জাগ্রত।