আকাশের তারকারা হিমের সে আবরণে হয়েছিল সজ্জিত প্রকাট
তাহাদের অন্তঃপুরে জমে আছে ফসিলের প্রগাঢ় শক্তির সেই বল;
সেখানে আমার স্থান জানিনা যে নিরূপণে তবু খুঁজে চলি আমি বাট
পৃথিবীর বুকে থেকে কিবা চেয়েছি আমার দেখেছি আকাশ সে উত্তল।
ছায়াপথ নীহারিকা জ্বালিয়েছে নিজ শিখা তার ভেতর কৃষ্ণগহ্বর
আমাকে আকুল করে বিধাতার দান সব কেঁপেছে আমার নিজ স্বর।।
সহসা স্বপ্নের ঘোরে পেয়েছি দেখাটি আমি কৃষ্ণগহ্বরের সেই কোল
মাতন তুলেছি আমি বিধাতার বিশালতা বুঝেছি আজিকে নিজ সুরে;
দিয়েছে সকল কিছু সাদা কিবা কালো সেই তারকারা আমাকেই দোল
স্বপনের ঘোরে আমি নেমেছি তারকা বুকে জানি সবে আছে বহুদূরে।
তার মাঝে ফটিকের স্বচ্ছতা মেখেছে মৃত্যু আঁকে তারকা কৃষ্ণগহ্বর;
কালোর আধার দেখে ভেঙেছে স্বপন আজ ভয়েতে কেঁপেছে নিজ স্বর।।
সহসা ঘুমের রেশ ভেঙেছে অধুনা তানে চোখ মেলে দেখি বিছানায়
ঘেমে গেছি শীতকালে আমার দেহের স্বেদে ভিজেছে আমার উষ্ণ ভূষা;
তখন চোখের পরে বিশাল আকাশ ভাসে দিয়ে গেছে আমাকেই সায়
আফসোসে পোড়ে মন দেখেছি কতেক তারা আমার ক্ষমতা সব শুষা।
আমি কি তারকা হবো নাকি হবো বিনাশের সেই অধরা কৃষ্ণগহ্বর;
চাইনা হতে যে তাই বিধাতার গীতি গাই কাঁদিয়া কাঁপিছে নিজ স্বর।।