আমি সেই ফুলগুলো দলিত মাখানো ধুলো পথে পড়ে আছি
শুকনো ফুলের দিকে চায়না যে অনিমিখে মানব স্বজন;
তার চেয়ে সেই ভালো ছড়াই দানিতে আলো করেছি ভজন
আমার সে মৃত্যু বাসে কিছুটা সুবাস আসে ফুলদানি বাছি।
করাল পৃথ্বীর বুকে এর চেয়ে আছি সুখে পরজীবী প্রাণে
মরিবার পরে আমি ফুলের দানিতে নামি কিছুকাল লাগি;
আমার জনম ছুটে প্রেমীর হৃদয় লুটে আমি উঠি জাগি
মৃত্যুর পরে যে আমি ঘ্রাণের আধারে নামি নিজ ঘ্রাণ দানে।।

যখন শুকায়ে যাই আমি নাহি মূল্য পাই এই পৃথিবীতে
ফেলে দেয় পথ পরে ভুলে যায় ঘ্রাণ তরে আমাদের কীর্তি;
অথচ আমার ঘ্রাণ ভাঙে প্রেমিকার মান আমি হই মিতে
তবু যে আমার শেষ হয়েছে অধুনা পেশ মৃত্যুর ফিরতি।
সবার সমাধি আছে আমাদের নেই গাছে পথে পড়ে থাকা;
পৃথ্বীর ক্ষণিকে দাম মুছে যায় শুদ্ধ কাম তবু পৃথ্বী আঁকা।।