তোমার রাগিণী আজ বাতাসেতে ভর করে দিয়েছে হৃদয়ে দোলা
অথচ বাতাস আজ ছুটেনা তেমন বেগে মৃদু বেগে চলে তানে;
বুঝেছি তোমার গান গাইছ কোমল স্বরে শুনেছি সে গান খোলা
আজকের পরিবেশে তুমি যেন কাছে এসে গান দিয়ে গেলে দানে।
তোমার গানের পালা হৃদয়কে করে আলা আমি মানুষের প্রাণে
বিবশ করেছে মন তোমার গানের দ্বারা চাইনা গানের ইতি;
তাই ফিরে ফিরে চাই আমার চোখের মাপে দূরের আকাশ পানে
আমি করে যাই তান বাতাসের গান শুনে আমার নিজের গীতি।।

চোখের দেখাতে ভুল রয়ে যায় জানি ঢের কানের শোনাতে ভ্রান্তি
তবু যে তোমার গান শোনাতে হয়না ভুল দেখাতে রয়না আরো;
তাই আজ পথে চলে তুলেছি নিজের সুর আসেনা যে অবশ্রান্তি
খোলা বাতাসের তরে মৃদু গান আসে স্বরে চাইছি রাগিণী ধাঁরও।
আজ বোধে জাগে সুর বুঝেছি কিসের তরে গানের সূচনা হয়;
খোলা বাতাসের গান আমার গানের মতো নয় আমি জানি নয়।।